যশোর নাভারনে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ভোধন
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ যশোরের নাভারনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকালে নাভারন সাতক্ষীরা মোড়ে শাহিদা জামান সুপার মার্কেটে এক জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং যশোর জোনের ৫ম শাখার উদ্বোধন করেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোঃ মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট হেড অব জোন যশোর মুহাঃ হাফিজুর রহমান, সিনিয়র ফিল্ড অফিসার আরডিএস মু.মহসিন আলম,চেয়ারম্যান প্রিন্সিপাল নাভারন ডিগ্রী কলেজ মোঃ ইব্রাহিম খলিল,চেয়ারম্যান শার্শা ইউনিয়ন পরিষদ মোঃ সোহরাব হোসেন, বলাকা রাইচ প্রসেসিং মালিক মোঃ আলাউদ্দীন, নাভারন বাজার কমিটির সভাপতি । উদ্ভোধনী আলোচনা সভায় শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জ বলেন যে ইসলামি ব্যাংক দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের অনলাইন ব্যাংকিং এর মাধ্যামে সেবা দিয়ে যাচ্ছে। বেনাপোলে ইসলামী ব্যাংকের যে শাখা রয়েছে তার অর্ধেক গ্রাহক নাভারন বাসী। নাভারন বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল নাভারন বাজারে একটা ইসলামী ব্যাংক এর শাখা চালু হক। এম,আর এন্টার প্রাইজ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যামে নাভারন বাসীর আজ দীর্ঘ দিনের আশা পুরন হলো। আমি আশা করি এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যামে ইসলামী ব্যাংক এই নাভারন অঞ্চলের ব্যাবসায়ি ও সাধারন মানুষ অনেক লাভবান হবে।
ব্যাংক হচ্ছে মানব সভ্যতার নিরাপদ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য মাধ্যম। সেই কারনে আমি মনে করি ব্যাংক আর্থিক ভাবে সচ্ছল হয়। আমি আশা করি আজ থেকে নতুন পথচলা শুরু হবে। যেটা হবে এই ব্যাংকের জন্য সাফল্যের, এই এজেন্ট ব্যাংকিং আধুনিক ও মানবিক ব্যাংকিং দিয়ে সময় উপযোগী ফাষ্ট জেনারেশনের যে ব্যাংকিং সেই আদলে থেকে এই জনপদের মানুষ কে সেবা দিয়ে একটি সাফল্যর দিকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সকল কর্মকর্তাগন,অন্যান্য ব্যাংকের ম্যানেজারবৃন্দ ,রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী বন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ব্যাংকের গ্রাহকরা।