আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উর্বশী আবারো আবেদনময়ী

উর্বশী

উর্বশী আবারো আবেদনময়ী
উর্বশী

বিনোদন: বলিউডের সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার সিনেমা ‘হেট স্টোরি’। এবার তৈরি হয়েছে এর চতুর্থ পর্ব ‘হেট স্টোরি ফোর’। শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন উর্বশী রাউটেলা।

২০১২ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘হেট স্টোরি’। এরপর ২০১৪তে ‘হেট স্টোরি টু’ এবং ২০১৫ সালে ‘হেট স্টোরি থ্রি’। ‘হেট স্টোরি’ সিরিজে যথাক্রমে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ।
বিশাল পান্ডে পরিচালিত ‘হেট স্টোরি ফোর’-এ উবর্শীর পাশাপাশি আরও দেখা যাবে টেলিভিশন তারকা করণ ওয়াহি, ভিভান ভাথেনা, গুলশান গ্রোভারসহ প্রমুখ। আগামি ৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।