আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের পেটেই শিশুর টিউমারের সফল অস্ত্রোপচার !

মায়ের পেটেই

মায়ের পেটেই শিশুর টিউমারের সফল অস্ত্রোপচার !
মায়ের পেটেই

বিনোদন: মায়ের গর্ভে বাড়তে থাকা ২৩ সপ্তাহের একটি ভ্রুণে টিউমার ধরা পড়ার পর এর সফল অস্ত্রোপচার করেছেন টেক্সাসের এক চিকিৎসক। মায়ের পেট কেটে ভ্রুণটি বের করে টিউমার অপসারণের পর সেটি আবারও জরায়ুতে স্থাপণ করা হয়।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের পেডিয়াট্রিক সার্জন নাইজেরিয়া বংশোদ্ভূত ডা. ওলুইঙ্কা ওলুতোয়ে গত বছর সাফল্যের সঙ্গে ওই অপারেশন করেন

। মায়ের গর্ভে পুনঃস্থাপণের পর ভ্রুণটি স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং ৩৬ সপ্তাহ পর একটি স্বাস্থ্যবান ছেলে শিশুর জন্ম হয়। সম্প্রতি টুইটারে একজন এ ঘটনা শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। ৯০ হাজারের বেশি মানুষ এটি রিটুইট করেছে।