আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কারও ফাঁদে পা দেবেন না: রিজভী

টি.আই.আরিফ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার ১৪ জুলাই বিকালে ভুলতায় তিনি এ অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় রিজভী বলেন, দিপু ভুঁইয়া যে এখানকার জনগণের হৃদয়ের এতো কাছাকাছি অবস্থান করে তা এখানে না আসলে আমি বুঝতাম না। আগামীতেও দীপু ভুঁইয়া নেতৃত্ব দেবে। রূপগঞ্জে দীপু ভুঁইয়ার অনেক জনসমর্থন রয়েছে। কেউ উস্কানি ও ফাঁদে পা দেবেন না। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি চাঁদাবাজি ও সন্ত্রাসীর রাজনীতি করে না। একটা বড় দলে দুই একটা বাজে লোক থাকতে পারে। মির্ডফোডে সোহাগ হত্যা নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। এর আগে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি ইসলামি দলের ছাত্র সংগঠন বিএনপির বদনাম করছে।

তিনি আরও বলেন, এই সরকার নিরপেক্ষ নয়। মব জাস্টিস ক্যান্সারে পরিণত হয়েছে। সরকারে ছাত্র উপদেষ্টাদের পিএসরাও দুর্নীতির সাথে জড়িত। নির্বাচন পেছানোর জন্য পিআর পদ্ধতি অবতরণ করছে। তারেক রহমান যাতে দেশে আসতে না পারে তার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, মাসুকুল ইসলাম রাজীব,গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব টিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।