আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন পেছালে বিশৃঙ্খলা বাড়বে : কাজী মনির

টি.আই.আরিফ:
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আমি ওয়াদা করে বলছি আমার রাজনীতি শুধু আপনাদের জন্য। আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি রাজনীতি করি না। গণতন্ত্রের জন্য আমি লড়াই করছি। নির্বাচন পিছালে দেশে বিশৃঙ্খলা , নৈরাজ্য বাড়বে। দেশে এখন ধর্ষণের হিড়িক পড়ছে।
গতকাল বিকালে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী মনির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নি করতে হবে। আমরা মাঠে আছি। আমরা গণতন্ত্র বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা আবু মাছুম, ছাত্রদল নেতা সুলতান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ।