আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ফেন্সিডিল, ইয়াবা ও মদসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় চোলাই মদসহ মাদক কারবারি অপু দাস ও সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মনিপুরি পাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি অপু দাস উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মনিপুরী পাড়া এলাকার বাসিন্দা এবং সাব্বির কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় থাকেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রোববার রাতে মনিপুরী পাড়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ অপু দাসকে এবং নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।