নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন কোতোয়ালেরবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, নিহত মামুন হোসাইন পাকিস্তানি খাদের বাসিন্দা সমন আলী বেপারীর ছেলে। তিনি নিজ এলাকায় ইট, বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।
নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে ৪টায় আমাদের প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। তখন দুই যুবক দৌড়ে পালাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। সময় সংবাদকে তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসররা কিছুদিন আগে বিএনপিতে ঢোকার চেষ্টা করে। আমরা থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল মিলে এর প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করি। সেই থেকে আমাদের সঙ্গে তাদের বিরোধ ও শত্রুতা সৃষ্টি হয়।’
তিনি বলেন, ‘এর আগে গত সেপ্টেম্বর তারা আমাকেও কুপিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এর জের ধরে ভোর ৪টায় কে বা কারা মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার দাবি করছি।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’