আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি

সংবাদচর্চা রিপোর্ট

অধ্যাপক মামুন মাহমুদকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়াকে ১ নং যুগ্ম আহবায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, সদস্য মো: গিয়াস উদ্দিন।

নতুন আহবায়ক কমিটিতে রূপগঞ্জ থেকে ২ জন পদ পেয়েছেন । তারা হলেন ১ নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল।  এছাড়া নতুন এ আহবায়ক কমিটির মাধ্যমে জেলার রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।