সংবাদচর্চা রিপোর্ট:
বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ডিসেম্বর শুক্রবার বাদজুমা রূপগঞ্জ ওলামা মাশায়েক ও তৌদিহী জনতার ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুফতি ইমদাদুল্লাহ্ হাশেমী।
সভায় বক্তব্য রাখেন মুফতি বদরুল আলম সিলেটী, মাওঃ ইউসুফ ফরিদী, মুফতি নুরুল হক ডহরী, মাওলানা তাওহিদুর রহমান, মুফতি আবু বকর, মাওলানা মাহবুব জালালাবাদী, মুফতি ইসমাইল, হাজী হাবিবুর রহমান, রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাদপন্থীরা কাদিয়ানী গোষ্ঠী। বিশ্ব ইজতেমায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ১৮ডিসেম্বর বিশ্ব ইজতেমায় সাত পন্থীদের হামলায় চারজন নিহত ও কয়েক শতাধিক মানুষ আহত হয়।