আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে: এম.এ মোমেন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন বলেছেন, গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে কিন্তু রূপগঞ্জের সাংবাদিকরা সেই স্বাধীনতা লাভ করেনি। গত সরকারের আমলে রূপগঞ্জের সাংবাদিকরা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে এমনকি জেলও খেটেছে। আজকে যে সকল অস্ত্রধারী সন্ত্রাসীরা রূপগঞ্জের সাংবাদিকদের উপর হামলা করছে এবং হুমকি দিচ্ছে , আপনারা যদি এখনই সঠিক পথে না আসনে আমরা কঠিন কর্মসূচি দেবো।

দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রূপগঞ্জের গাউছিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন বলেন, যে অস্ত্র দিয়ে সাংবাদিকের বাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে আমরা সেই অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। অস্ত্র উদ্ধার না করলে সেই অস্ত্র দিয়ে আপনার উপরও হামলা করতে পারে। প্রশাসনের কাছে সকল সন্ত্রাসী এবং অস্ত্রবাজদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। রূপগঞ্জ প্রেসক্লাব এবং রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এই দুই প্রেসক্লাব ঐক্যবন্ধ আছে ।
তিনি আরও বলেন, রূপগঞ্জে কর্মরত ৫ আগস্টের পরে যে সকল সাংবাদিক ভাইদের নামে মিথ্যা মামলা অথবা হিংসাত্মক মামলায় জড়ানো হয়েছে সুষ্ঠু তদন্ত করে আমার সাংবাদিক ভাইদের সেই সকল মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। আমরা রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তা চাই। রূপগঞ্জ আজ লাশের ডাম্পিং পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা এটা চাই না।

সর্বশেষ সংবাদ