আজ মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে বর্তমানে ২ হাজার ৮শ’ পত্রিকা প্রকাশিত হচ্ছে,তথ্যমন্ত্রী

২ হাজার ৮শ' পত্রিকা

দেশে বর্তমানে ২ হাজার ৮শ’ পত্রিকা প্রকাশিত হচ্ছে,তথ্যমন্ত্রী২ হাজার ৮শ' পত্রিকাসংবাদচর্চা ডেস্ক:

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লিখিত প্রশ্নের জবাবে  তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু  জানান যে গত সাত বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৮টি এফএম বেতার ও ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে সরকারি চারটি টেলিভিশনের পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় ২৮টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ২২টি এফএম বেতার এবং ১৭টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশে বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক মিলে বর্তমানে ২ হাজার ৮শ’ পত্রিকা প্রকাশিত হচ্ছে।

মন্ত্রী জানান, সরকার সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তা তহবিল থেকে দুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে ১৮১ জন, ২০১৩-১৪ অর্থবছরে ১৯৬ জন, ২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন ও ২০১১-১২ অর্থবছরে ৬১ জনকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ