আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে একটি লেকপাড়ে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।

বুধবার সকালে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচলের পাঁচ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকপাড় থেকে খণ্ডিত অঙ্গগুলো উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড খণ্ড করে পলিথিনে ভরে এখানে ফেলে গেছে।
তিনি আরও জানান, তবে মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। সিআইডির একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

সর্বশেষ সংবাদ