আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি আওয়ামী সন্ত্রাসীদের অপপ্রচারের শিকার: পিন্টু

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তারাব পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু।
হাফিজুর রহমান পিন্টু বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির কেস নেই। কাজের জন্য আমার কর্মীরা গেছে। আমরা নাম ভাঙ্গিয়ে দুই গ্রুপের লোকই আছে এখানে। আপনাদের কাছে আমার প্রশ্ন গন্ধবপুর ওয়াসা প্রকল্পে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো কাজ পায় কি করে? কর্মীদের দায় এখন আমাকে নিতে হয়। আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কিছু অতিরঞ্জিত খবর প্রকাশিত হয়েছে। তদন্তের মাধ্যমে আমি উক্ত ঘটনার সঠিক বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী বাবুল হোসেন, তারাব পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক রায়হান মীর, তারাব পৌর জাসাস সভাপতি মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, তারাব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান, বিএনপি নেতা জাহাঙ্গীর সাউদ, যুবদল নেতা মীর মাসুদ প্রমুখ।
তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত গন্ধর্বপুর ওয়াসা স্যুয়ারেজ পাইপ লাইন নির্মাণ কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে ১৫ অক্টোবর গ্রেফতার করে সেনাবাহিনী। গত ১৬ অক্টোবর নারাণয়গঞ্জ আদালত তার জামিন মঞ্জুর করে।

সর্বশেষ সংবাদ