আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামিন পেলেন তারাব পৌর বিএনপির সেক্রেটারী

সংবাদচর্চা রিপোর্ট :

জামিন পেয়েছেন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। বুধবার ১৬ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রট আদালত তাকে জামিন দিয়েছে। বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি কারামুক্ত হন। এসময় তিনি বলেন, বালু সাপ্লাইয়ের কাজ চেয়েছিলো বিএনপি নেতাকর্মীরা, সেই কাজ করছে আওয়ামী লীগের দোসররা। বিএনপির নেতাকর্মীদের কাজের জন্য আমি হাতে হ্যান্ডকাফ পড়েছি। শুধু হ্যান্ডকাফ নয় আমি বিএনপির নেতাকর্মীদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।
প্রসঙ্গত গত ১৫ অক্টোবর গন্ধবপুর হতে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু কে সেনাবাহিনী আটক করে রূপগঞ্জ থানা সোপর্দ করে।