আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারনে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

পেট্রাপোল বন্দরে

ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারনে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

পেট্রাপোল বন্দরে

 

মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারনে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে দু‘দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম সচলসহ দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে দ্রুত পণ্য রফতানি করার জন্য পূর্বে সিএন্ডএফ এজেন্টের কর্মচারিরা কাষ্টমস অফিসারে মাধ্যমে মেনিফেষ্ট তৈরী করার পর কারপাস (গেট পাস) ইস্যু করে পণ্য রফতানি করতো। হঠাৎ ৩ দিন ধরে কাষ্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন যে, তারা নিজেরাই কারপাস ইস্যু করে রফতানি পণ্য বাংলাদেশে প্রবেশ করাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টি হয়েছে। রফতানি পণ্যের কোন কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাষ্টমস কর্তৃপক্ষ কোন কারপাস ইস্যু করতে পারেনি। যার কারনে কারনে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে কারপাস জটিলতার কারনে বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রফতানি হয়নি। #