আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজী মনিরের নেতৃত্বে সুন্দর রূপগঞ্জ গড়তে চাই: বায়েজীদ প্রধান

সংবাদচর্চা রিপোর্ট:
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ প্রধান বলেছেন, আজকে রূপগঞ্জে অনেকেই নিজেকে অনেক কিছু দাবি করেন। আমরা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে একটি সুন্দর , শান্তি সুশৃঙ্খল রূপগঞ্জ গড়তে চাই।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে গোলাকান্দাইলের ডহরগাও স্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের উদ্যোগে চাঁদাবাজি, সন্ত্রাস , নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা. শাহীন, যুবদল নেতা এড.আমিনুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা।

সর্বশেষ সংবাদ