আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি মহাসচিবের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংবাদচর্চা রিপোর্ট:
পোশাক শিল্পের অস্থিরতার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছে বিজিএমইএর একটি প্রতিনিধি দল।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।
বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ব্যবসায়ীদের সমন্বয়ক, বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, পোশাক শিল্পমালিকদের এই সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আফসার হোসেন।

বৈঠকে বিজিএমইএ নেতারা পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিবের কাছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ রাখতে যেসব নির্দেশনা দিয়েছে তা তাদেরকে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “পোশাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যেকোনোভাবে সচল রাখতে হবে। এর সাথে একটা বিশাল গোষ্ঠির কর্মসংস্থান জড়িত।”

পোশাক কারখানার মালিকারা এ সময় বলেন, গোষ্ঠী বিশেষ পোশাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে।

এ ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করে প্রতিনিধি দল।