আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সু শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়,হাছিনা গাজী

সু শিক্ষা

সু শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়,হাছিনা গাজীসু শিক্ষা

রূপগঞ্জ প্রতিনিধি: সু শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।তিনি আজ গন্ধবপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০১৮ ব্যাচের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সু শিক্ষা আর সততা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।তরুন ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ তোমরা আগামী দিনে  এ দেশের নেতৃত্ব দিবে।

মেয়র আরো বলেন,লেখা পড়া করে অনেকেই জঙ্গীসহ অসামাজিক কাজ করে সেটা আসল শিক্ষা নয়।লেখা পড়া করে অনেকে দুনীতিবাজ হয় তোমরা তরুণরা সেটা হবে না। তোমরা সবসময় স্বপ্ন বড় দেখবে ভালো লেখাপড়া করলে তা পূরণ হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার ।

গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খাদিজা খাতুন বলেন, বিশ্বায়নের যুগে লেখাপড়ার বিকল্প নাই। উন্নত বিশ্বের সাথে তাল মিলেয়ে চলতে হলে আমাদের দলমত নিবিশেষে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধামন্ত্রীকে সারা দেশে বিনামূল্যে  বই বিতরণ সহ শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির জন্য।

খাদিজা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ্র,