আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র প্রার্থী রফিকের বিরুদ্ধে অভিযোগ

 

সংবাদচচর্চা রিপোর্ট :
কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অপর মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। গতকাল তিনি এই লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানান, মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক, তার ভাই সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সহ অজ্ঞাত নামা ৫০-৬০ জন বহিরাগত সন্ত্রাসী রফিকুল ইসলাম রফিকের বাড়ী ও বাগানবাড়ীতে সার্বক্ষনিক অবস্থান করিতেছে। বিশ্বস্থ সূত্রে জানিতে পারি যে, তাহারা রফিক ও তার ভাই সাইফুল এবং শফিকুল এর নির্দেশে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ভোটারদের বাড়িতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করিতেছে। মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক এবং তাহার ভাই শফিকুল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তাহার বাড়ী ও বাগানবাড়ীতে অবস্থান করে বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড করার ষড়যন্ত্র করিতেছে। তাহারা নিজেদের নির্বাচনী অফিস ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে আমার সমর্থকদের বিরূদ্ধে মামালা দেওয়ার ষড়যন্ত্র করিতেছে। ইতিমধ্যে মায়ার বাড়িতে তাদের নিজেদের অফিসে নিজেরাই ভাংচুর করে মামলা দেওয়ার পায়তারা করিতেছে। আমাকে এবং আমার সমর্থকদের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিতেছে। অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ করে তাহাদের বিরূদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।