আজ সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর গ্রেফতার

তৈমূর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর গ্রেফতারতৈমূর সংবাদচর্চা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার একটি মামলায় তাকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণা করতে এসেছিলেন।

জানা গেছে, তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে একটি নাশকতা মামলার পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে তিনি আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে প্রচারণা চালান। ওই সময়ে ফতুল্লা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করে বলেছে যে ,আইনজীবি সমিতির নির্বাচনে সরকার দলীয় প্যানেলের ভরাডুবি হবে জেনে  একজন আইনজীবি কে কলার ধরে টেনে হিচরে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এর চেয়ে ঘৃণিত কাজ আর কিছু হতে পারে। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।