আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে সাবেক ইউপি চেয়রম্যান আব্দুল গফফারকে অপহরনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ

বেনাপোলে সাবেক ইউপি চেয়রম্যান আব্দুল গফফারকে অপহরনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলবিক্ষোভ

মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন আওয়ামলীলীগের সভাপতি ও সাবেক চেয়রম্যান আব্দুল গফফার সরদারকে অপহরন করে হত্যা চেষ্টার প্রতিবাদে বেনাপোলে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়।

গতকাল বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় মিছিলে নেতা কর্মীরা যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও পুটখালি এলাকার ঘাট মালিক সিরাজের নাম করে বিভিন্ন শ্লোগান দেয়।

মিছিল শেষে বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী, আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন, জাহাঙ্গীর আলম লাল মোহাম্মাদ আলী, আবু তাহের বাবলু, শার্শা উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক শারমিন আক্তার, মহিলা লীগের বিউটি খাতুন, রেখা খাতুন, নাজমা বেগম,যশোর জেলা ছাত্রলীগের সহÑসভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সহ-সভাপতি আমিনুর রহমান শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান,পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তনি, এনামমুল হক মুকুল প্রমুখ।