আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে গাজীর গণসংযোগ

সংবাদচর্চা রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই। শুক্রবার ২২ ডিসেম্বর সকালে তারাব পৌরসভার রূপসী এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উপস্থিত ছিলেন। আব্দুল হাই জানান, সবাই নৌকার সাথে থাকবেন। গাজী ভাই অনেক উন্নয়ন করেছে।
এদিকে মাঠ চুষে বেড়াচ্ছেন গোলাম দস্তগীর গাজী। তিনি জয়ী হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ জনগণকে তার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, সবাই উন্নয়ন দেখে ভোট দেবেন। নৌকা হারবে না। সবাই আমাকে সাপোর্ট করছে। আমার কোন বদনাম করতে পারবে না তারা।