আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু করবে

সংবাদচর্চা রিপোর্ট:
তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। নৌকা স্বাধীনতার প্রতীক। আমরা উন্নয়নের রাজনীতি করি। সবাই উন্নয়নের পক্ষে থাকবেন। কেউ ভুল করবেন না। আপনাদের একটি ভুল সিদ্ধান্তে রূপগঞ্জের উন্নয়ন পিছে যেতে পারে। গাজী পরিবার রূপগঞ্জবাসীর সুখে,দুঃখে আছে। আমি আমৃত্যু রূপগঞ্জবাসীর সেবা করে যাবো।
গতকাল তারাবতে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী আরও বলেন, গোলাম দস্তগীর গাজী ১৫ বছর যাবত রূপগঞ্জবাসীর সেবা করে যাচ্ছে। তিনি দলমতের উধ্বে কাজ করেছেন। তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও যাননি। নারীরা রূপগঞ্জে নৌকার ভোট ব্যাংক।
প্রসঙ্গত টানা চতুর্থ বারের মতো নারায়ণগঞ্জ ১ আসনে নৌকা প্রতীকে লড়ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। গাজীর সমর্থকরা কোমর বেধে মাঠে নামছে।