বেনাপোল চেকপোষ্ট দালাল মুক্ত, রাজস্ব আয়বৃদ্ধি
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি : আন্তর্জাতিক বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশান দিয়ে ভারত/বাংলাদেশ গামী পাসপোর্ট যাত্রীরা দালালমুক্ত পরিবেশে সারীবদ্ধভাবে শৃংখলার সাথে নির্বিঘ্নে যাতায়াত করছে। দাগি আসামি কিংবা কোন অপরাধিরা যাতে কোন রকম পালিয়ে যেতে না পারে তার জন্য রয়েছে ক্লোজসার্কিট ক্যামেরা এবং প্রতি যাত্রীর পাসপোর্ট কম্পিউটার দ্বারা পরীক্ষানিরিক্ষা পুর্বক তার বায়োডাটা সংরক্ষন করা হচ্ছে। ওসি তরিকুল ইসলাম ইমিগ্রেশনে যোগদান করার পর থেকে এস আই , ফজলুর রহমান ,এস আই সাইফুল ইসলাম, এস আই হোসেন আলী, এস আই খাইরুল, আনিছুর রহমান, এস আই সুব্রত, রবিউল পলাশ, সিরাজ, মমিনুল, আ রাজ্জাক, শাহিন, রিয়াজ ছাড়াও এ এস আই গন দালাল মুক্ত ব্যাপারে কঠোরতা পদক্ষেপ নিয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন(ওসি) তরিকুল ইসলাম বলেন, এখানকার নিয়ম শৃংখলা দূর্নিতীমুক্ত করার জন্য সবার সহযোগীতা দরকার। আগের তুলনায় এ সীমান্ত পথে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারনে সরকারী রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন ২৫ শ থেকে ৩ হাজার যাত্রী এ পথ দিয়ে ভারতে যায়। হিসাব মতে সরকারী রাজস্ব আয় হয় প্রতিদিন ১২লক্ষ টাকা থেকে ১৫লক্ষ টাকা।
এ ছাড়া বিশেষ বিশেষ দিনে বা সরকারী ছুটির দিনে রাজস্ব আয় আরও বৃদ্ধি পায়। ইমিগ্রেশন ও কাষ্টমস ভবনে পুর্বে যে ভাবে বহিরাগত দালাল কিংবা ছিনতাইকারীদের আনাগোনা ছিল তা একেবারেই শুন্যর কোঠাই। পুলিশ কনষ্টাবলদের রাখা হয়েছে ভবনের চারপাশে কঠোর অবস্থায় যাতে পাসপোর্ট যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে। গত ১০ জানুয়ারী ঢাকার নিরন্জন পাল, ববিতারানী,শরিয়তপুরের সুবল বিশ্বাস, হযরতআলী, বরিশালের কার্তিক ঘোষ, শিউলি ঘোষ, খুলনার অলোক রায়,বিষু পরামানিক সহ অনেকে পাসপোর্টে ভারতে যাবার সময় তারা নিয়ম শৃংখলার সাথে গেছে বলে জানান।