শিক্ষিত তরুণরাই বাঙালির ভবিষ্যৎ নেতৃত্ব: এমপি গাজী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‘শিক্ষিত তরুণরাই বাঙালির ভবিষ্যৎ নেতৃত্ব বলে মনে করেন , নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
রবিবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ২০১৮ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা আরো বলেন, তরুণ শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে শিক্ষিত জাতির বিকল্প নেই।
নতুন উদ্যোমে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশ ও উন্নত জাতি গঠন করতে হলে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সকল কে একযোগে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
তাই শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষার মান বৃদ্ধি করছে। গ্রামে গ্রামে শিক্ষা পৌছে দিতে এবং শিক্ষিত জাতি গঠনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’
মুড়াপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম, মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন ভুঁইয়া, সেলিনা বেগম, বিলকিস আক্তার ও আলম হোসেনসহ অনেকে।