আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার পক্ষে হাছিনা গাজীর গণসংযোগ

সংবাদচর্চা রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা আর ওঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। গতকাল বিকেলে তারাব পৌরসভার মাসাবো এলাকায় ভোটারদের মাঝে রূপগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকার পক্ষে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। ছাত্রলীগ, যুবলীগ মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরণের শ্লোগানে মুখোরিত করে তোলেন।

এসময় হাছিনা গাজী বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। সবাই উন্নয়ন দেখে ভোট দেবেন। বিএনপি এ দেশের উন্নয়ন চায় না। আমরা যে উন্নয়ন করেছি তার সুফল আপনারা ভোগ করছেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ ভুঁইয়া, কাউন্সিলর রাসেল শিকদার, লায়লা পারভিন, মহিলা লীগ নেত্রী বিবি হাওয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।