আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইল গোপালগঞ্জ রুটে অটোবাইক মাহিন্দ্রা চলাচল বন্ধ দুর্ভোগ চরমে

রুটে

নড়াইল গোপালগঞ্জ রুটে অটোবাইক ও মাহিন্দ্রা চলাচল বন্ধ দুর্ভোগ চরমে
রুটে

বাবলু মল্লিক ,কালিয়া (নড়াইল ) প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলা ও নড়াগাতি রুট থেকে গোপালগঞ্জ শহরে অটোবাইক ও মাহিন্দ্র (থ্রি হুইলার) চলাচল বন্ধকে কেন্দ্র করে সংঘষের ঘটনা ঘটেছে । শনিবার (২০ জানুয়ারি ) আনুমানিক সকাল ১১ টার দিকে নড়াগাতি থানার চাপাইল সেতু পয়েন্টে এ সংঘর্ষ ও উওেজনার সৃষ্টি হয়।

ঘটনা সূএে জানা যায়, গোপালগঞ্জের মানিকদাহ গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আনিচ বিশ্বাস ,সোহাগ বিশ্বাস সহ আনুমানিক ৩০-৪০ জন লোক যাএী ভর্তি ইজিবাইক কালিয়া থেকে গোপালগঞ্জ অভিমুখি স্কুল , কলেজের ছাএ-ছাএীদের বাধা দেয় ।এ খবর ছড়িয়ে পড়লে ইজিবাইক চালক সহ যাএী ও এলাকার লোকজন প্রতিবাদ জানায় । উল্লেখ্য ,গত একমাস যাবত কালিয়া টু গোপালগঞ্জের মধ্যে ইজিবাইক ,মাহিন্দ্র চলাচল বন্ধ করে দেয় । আনিচ বিশ্বাস ও তার লোকজন ক্ষিপ্ত হয়েএ হামলা করে।

এতে দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয় ।এতে সাধারন জনগন নড়াইল, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের যাত্রী সাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা বিপাকে পড়েছেন। নড়াগাতি থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি সাভাবিক করে।

সংঘর্ষের এর সূএ ধরে হাজী লাল মিয়া সিটি কলেজ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ পড়–য়া ছাএ নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের মাসুদ সিকদার এর ছেলে হাজী লাল মিয়া কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী আশিক সহ ,সরকারি বঙ্গবন্ধু কলেজের আরো দুইজন ছাএকে কলেজ থেকে বাড়ী ফেরার পথে রশীদ খান ঠাকুর ফাউন্ডেশন এর সামনে থেকে আনিচ বিশ্বাস সহ তার লোকজন মারপিট করে । এ ঘটনায় চাপাইল সেতু এলাকায় উওেজনা বিরাজ করছে ।