আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠে তৎপর আঙ্গুর, টেনশনে প্রতিপক্ষ


টি.আই.আরিফ
জাতীয় নির্বাচন ঘিরে মাঠে তৎপর নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর । হারানো আসন পুনঃ উদ্ধারে কোমর বেধে মাঠে নামছেন তিনি। তিনি ঘন ঘন কর্মীসভা করছেন। তার কর্মীসভা জনসভায় রূপ নিচ্ছে। তিনি আড়াইহাজার আসন থেকে বিএনপির টিকেটে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। এবারও তিনি আশাবাদী। দলের কেন্দ্রীয় নেতারাও তাকে আশ্বাস দিচ্ছেন। সুত্রের খবর আঙ্গুরের জনপ্রিয়তা দেখে টেনশনে তার প্রতিপক্ষ। আড়াইহাজার বিএনপি নেতাকর্মীরা তাকে সাপোর্ট করছে। নেতারা পক্ষে বিপক্ষে কথা বলছে। গত ২ জুন বিএনপির সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নিজ দলের প্রতিপক্ষে উদ্দেশে বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর বলেন, এখন আমাদের থানায় বিএনপির তিনজন মনোনয়ন চাচ্ছে এবং তিনজন আলাদা আলাদা সভা করে, এর অর্থ এই নয় আমরা সবাই তিনভাগ। সবাই মনোনয়নের জন্য চেষ্টা করতে পারেন। মনোনয়ন পাবে একজন এবং সে নির্বাচন করবে। এই তিনজনের মধ্যে যে মনোনয়ন পায় আমরা তার নির্বাচন করবো।আমি বলছি আমি যদি মনোনয়ন না পাই যিনি মনোনয়ন পাবেন আমি তার ধানের শীষের নির্বাচন করবো। আপনারা দুইজন বলেন মনোনয়ন না পেলে ধানের শীষের নির্বাচন করবেন। তাদের সেই মনোবল নাই। আমার মনোবল আছে। আমি বিএনপির টিকেট আগেও পেয়েছি আগামীতেও পাবো। আমার চেয়েও বয়স্ক লোক বিএনপিতে আছে। নেত্রী এবং তারেক রহমান জানেন এই আড়াইহাজার সিট আনতে হলে কাকে মনোনয়ন দেওয়া যায় তারা আমাকেই গ্রহণ করবেন। আপনাদের দোয়া আমার দরকার। আমি বিশ্বাস করি আল্লাহ এবার আমাকে এমপি বানিয়ে দিবে। আমি আড়াইহাজারে বিএনপির ৩ বারের এমপি।

বিএনপি আন্দোলনের ডাক দিলে সবাই মাঠে নামবেন। আমরা যদি সবাই মাঠে থাকি এই সরকারের পতন হয়ে যাবে। আপনাদের কোন ভয় নাই। বিএনপি করতে গিয়ে বা কোন নেতার মিটিং মিছিল করতে গিয়ে কোন লোক মামলায় পড়ে যান আমি আজ বলে যাচ্ছি আমি তার সমস্ত ব্যয়ভার বহন করবো । আড়াইহাজারে আওয়ামী লীগ, বিএনপি কার অবস্থা কেমন এটা সবাই জানে। সবাই ধানের শীষে ভোট দেবে।