মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরের সরকারী বরহামগঞ্জ কলেজের নবীন বরন অনুষ্ঠানে যোগ দিয়েছেন আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সাধারন সম্পাদক ,অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
জানা যায়, শনিবার দুপুরে শিবচরের সরকারী বরহামগঞ্জ কলেজ ক্যাম্পাসে কলেজের আয়োজনে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সাধারন সম্পাদক , অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন।
সরকারী বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ মো ঃ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারন সম্পাদক তানভীর মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী
কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদে পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। পরে বিকেলে তিনি পৌর অডিটরিয়ামে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, আমাদের মনে রাখতে হবে যে বিষয়ে যে পারদর্শী শিক্ষা শেষে তাকে সেই পথ বেছে নিতে হবে। কোনটাই ছোট নয়। তোমরা রাজনীতিবিদ, শিক্ষক, ডাক্টার যে যা হতে চাও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে বিষয়ে যে ভাল করবে তাকে সে বিষয়েই এগিয়ে যেতে হবে। কারন দেশকে উন্নয়ন করতে হলে, মানব সম্পদকে উন্নয়ন করতে হলে সকল জায়গায় মেধাবৃত্তির সমাজ গড়ে তুলতে হবে। আমাদের বড় সমস্যা হচ্ছে নেশা। নিজেকে উন্নতির শিখরে পৌছাতে হলে নেশা নামক এই মরনব্যাধী থেকে তোমাদের দূরে থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের আগে সোনার মানুষ হিসেবে তৈরি করতে হবে।