আড়াইহাজারে আদালতের মামলার থাকার পরও মার্কেট নির্মাণ
আড়াইহাজার প্রতিনিধি:-
আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারে সম্পত্তি সংক্রান্তে মামলা চলাকালিন পুলিশ ও অবৈধ লোকজন নিয়ে বলপূর্ব নালিশা সম্পত্তিতে মার্কেট নির্মাণ করেছে প্রতিপক্ষ প্রভাবশালী সিরাজ মিয়া। গতকাল শনিবার তরিঘরি করে সে মার্কেটটি নির্মাণ করে।
মামলার বাদী হাফেজ আঃ মান্নান জানান, সুলতানসাদী বাজারে তিনি আর এস ২৯৮ নং দাগে ১.২৫ শতক এবং আর এস ২৯৯ নং দাগে ৩.২৫ শতাংশ মোট সাড়ে ৪ শতাংশ সম্পত্তি খরিদ করে ভোগ দখল করছেন। কিন্তু স্থানীয় প্রভাশালী সিরাজ মিয়া উক্ত সম্পত্তি জবরদখলের পায়তারা করলে বাদী বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ২য় আদালত, নারায়ণগঞ্জÑএ দেওয়ানী মোকদ্দমা নং ৫৫৮/২০০৯ দায়ের করেন।
সম্প্রতি তিনি ছানি মিস মোকদ্দমা নং ২০/১৬ এর মাধ্যমে বিবাদীগণের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর আবেদন ও করেন যা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় প্রভাবশালী সিরাজ মিয়া নালিশা সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করেন।
ফলে আবারো আদালতের দ্বারস্থ হন বাদী হাফেজ আঃ মান্নান। আদালত আজ রোববার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর দিন ধার্য করেন। কিন্তু এর আগেই প্রতিপক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে এবং এলাকার সন্ত্রাসী প্রকৃতির অধীক সংখ্যক লোকজন নিয়ে শনিবার মার্কেটটি নির্মাণ করে ফেলে। তবে পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে।