আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আর কিচ্ছু না ভোট দিলেই চলবে’

সংবাদচর্চা রিপোর্ট:

শিক্ষার্থীদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, তোমাদেরকে বিনামূল্যে বই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্পিউটার ল্যাব দিয়েছে, বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। তোমাদের বাবা-মাকে বলবে আগামী নির্বাচনে নৌকা মার্কায় যেনো ভোট দেয়। আর কিচ্ছু না ভোট দিলেই চলবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আরও উন্নয়ন পাবে।

গত ৮ মার্চ কায়েতপাড়ার মাঝিনা এলাকায় আহমদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেনসহ অনেকে।

সর্বশেষ সংবাদ