নবকুমার:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন রূপগঞ্জের সন্তান খন্দকার তারেক আহমেদ। গত ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক খন্দকার তারেক আহমেদ গতকাল পল্টনে গাজী গ্রুপের অফিসে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম। পরে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা।