নারায়নগঞ্জে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংবাদচর্চা ডেস্ক:
নারায়গঞ্জে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।নারায়নগঞ্জ প্রেস ক্লাবে বৃহস্পতিবার কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে জেলা প্রতিনিধি খালিদ আলামিনসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সাংবাদিক এবং শুভানুধ্যায়িবৃন্দ।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু,এনটিভি জেলা প্রতিনিধি নাফিজ আসরাফ,বিটিভি জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মানবজমিন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,দৈনিক সংবাদচর্চার প্রকাশক মো:মুন্না খান, অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক বিল্লাল হোসন রবিন , প্রেস নারায়ণগঞ্জের প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সহ আরো অনেকে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এশিয়ান টিভির ৫ম বর্ষপূতিতে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এশিয়ান টিভি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের জন্য , মানুষের জন্য সংবাদ প্রচার করে যাচ্ছে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এশিয়ান টিভি বরাবরই নির্ভিক ছিল। তাই তাদের জন্য শুভ কামনা ভবিষ্যতেও যেন আরো সক্রিয় ভাবে তারা দায়িত্ব পালন করতে পারে ।
১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন,বাংলাদেশের মানুষ যখন বিদেশি চ্যানেলর উপর নির্ভরশীল ছিল সেই সময়ে এশিয়ান টিভি মানুষকে দেশি চ্যানেলের প্রতি আকৃষ্ট করে তাদের অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ট সংবাদের ম্ধ্যামে। আমি তাদের জন্য শুভকামনা এবং ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি।
দৈনিক সংবাদচর্চার প্রকাশক মো:মুন্না খান বলেন, এশিয়ান টিভি গত ৫ বছর যাবত দেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে পেরেছে। আমি দৈনিক সংবাদচর্চার পক্ষ থেকে এশিয়ান টিভির সকল কর্মকর্তা কর্মচারী কে ধন্যবাদ জানাচ্ছি।