আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মাঠে থেকে বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে’

নবকুমার:

সমাবেশের নামে বিএনপির নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল না। জনগণের জানমাল রক্ষার জন্য আমরাও রাজপথে আছি। বিএনপিকে সমাবেশের নামে নৈরাজ্য করতে দেওয়া হবে না। বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য মাঠে থেকে প্রতিহত করা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রীপুত্র বলেন, প্রতিদিন আমাদের কাছে ১০ ডিসেম্বর। আগামী ১০ ডিসেম্বর রাজপথ থাকবে আমাদের দখলে। কোন অপশক্তিকে মাঠে নামতে দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমরা মাঠে নেমেছি। আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে ঘরে ফিরবো। রূপগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি ছাড় পাবে না। বিএনপির জন্য যারা তদবির করেন তাদেরকে বলবো ১০ ডিসেম্বর তাদেরকে ফিরাবেন। কারা বিএনপি করেন ছবি দেখা হবে।

বিএনপির কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি মানে বাংলাদেশ নাশকতা পার্টি। তারা উন্নয়ন চায় না। বিএনপি অবৈধ ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের বুক পিঠ নেই। বিএনপি নেতারা উন্নয়নের নামে লুটপাট করে গেছে।

গত ২৪ নভেম্বর মুড়াপাড়ায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, মো: আবুল হোসেন খাঁন, মশিউর রহমান তারেক, মো: বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিজুল হক ভুইয়া আজিজ, মাহাবুবুর রহমান ভুঁইয়া মেহের, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: এমায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আমান উল্যাহ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম ভুইয়া সোহেল ( উপজেলা চেয়ারম্যানপুত্র) , শ্রম সম্পাদক মো: মতিউর রহমান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মো: ফারুক মিয়া, হাফিজুর রহমান ভুঁইয়া সজিব, সহ-দপ্তর সম্পাদক মো: ওবায়দুল মজিদ ভুঁইয়া জুয়েল, কোষাধক্ষ্য মো: মুশফিকুর রহমান রিপন, সদস্য সামা রানী পাল, আমজাদ হোসেন, রমাকান্ত সরকার, মো: মকবুল হোসেন, মো: জায়েদ আলী, নুরুল ইসলাম জাহাঙ্গীর, মো: নজরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম রফিক (মেয়র,কঞ্চন), মো: ছালাউদ্দিন ভুঁইয়া, তোফায়েল আহমেদ আলমাছ, ব্যারিস্টার আরিফুল হক, মো: গোলাম রসুল কলি, আব্দুস সাত্তার চৌধুরী, আমির হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, মো: ফিরোজ ভুঁইয়া, মো: নূরে আলম, মো: মনির হোসেন ভিপি , মো: মেজবাহ উদ্দিন বাচ্চু, হাসান আশকারী, মো: নাঈম ভুঁইয়া, মো: নবী হোসেন, রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিল আহমেদ রিয়াজ, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম ।

বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন।
বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ।
বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া।
বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন।
বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
চনপাড়া থেকে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরে আলম মুন।