আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুব মহাসমাবেশে পাপ্পা গাজী

নিজস্ব প্রতিবেদক:

হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশে যোগ দিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রূপগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিশাল মিছিল নিয়ে রমনা কালী মন্দিরের গেট হয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন তিনি। নেতাকর্মীদের হাতে ছিলো জাতীয় ও দলীয় পতাকা। রূপগঞ্জ থেকে সমাবেশ স্থলে তার নেতৃত্বে যোগ দেন কয়েক হাজার স্থানীয় নেতাকর্মী। নীল টি-শার্ট, রঙিন ক্যাপ পরা ছিলো নেতাকর্মীরা। বহরে থাকা নেতাকর্মীদের বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা যায়।

এসময় যুব নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, যুবলীগ গর্জে উঠেছে। জনগণ আমাদের সাথে আছে। স্বাধীনতা বিরোধী জামায়াত ,বিএনপির সকল ষড়যন্ত্র রাজপথে থেকে আমরা প্রতিহত করবো।

যুব মহাসমাবেশে যুব জনতার উদ্দেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বার্তা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।