আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিদ্যুৎ স্টেশনে ডাকাতির চেষ্টা


নিজস্ব প্রতিবেদকঃ
রূপগঞ্জে বিদ্যুতের পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত রোববার রাত আড়াইটার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আলম হোসেন (৪৫), আবুল কাশেম (৪৮), ছাব্বির (২৭), বাবুল (৪৯) ও সাইফুল (৩৫)।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার রাতে খবর আসে গোলাকান্দাইল এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড অব বাংলাদেশের আওতাধীন ভুলতা ৪০০/২৩০ কেভি গ্রিড স্টেশনে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

পরে পুলিশ পাওয়ার স্টেশন এলাকাটি ঘেরাও করে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।