আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

`সবাই ধর্মীয় আইন মেনে চলবেন’

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সবাই ধর্মীয় আইন মেনে চলবেন। আমার ধর্ম আমার কাছে বড়। ধর্মীয় শিক্ষার অভাবে অনেক সন্তান বিপথে যাচ্ছে। পুলিশ দিয়ে মাদক ঠেকানো যাবে না। মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হলে অভিভাবকদের আগে সচেতন হতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে ধর্মীয় শিক্ষা বাড়ছে। রূপগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় আমি নতুন ভবন দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করছে। আমি ( গাজী) দুর্নীতি করি নাই। আমি মানুষের জন্য রাজনীতি করি। আমি উন্নয়নের রাজনীতি করি। আমি ভোটের রাজনীতি করি। আমার নেত্রী আমাকে সেই শিক্ষা দিয়েছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যারা দুর্নীতি এবং অপপ্রচার করে তারা দেশের শত্রু। ওলামা মাশায়েখদের সাথে আমি আছি।
গতরাতে মুড়াপাড়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার উদ্যোগে সিরাতুন্নবি সম্মেলন অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ