সংবাদচর্চা রিপোর্ট:
জেলা সম্মেলনে সার্কিট হাউজে ভিআইপি অতিথেয়তা গ্রহণ না করে কর্মীদের সাথে জাহাজে করে পায়ে হেটে সম্মেলনে গেলেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক। এসময় তার সাথে প্রায় ১০ হাজার বিশাল নীল গেন্জি ও কমলা রংয়ের কর্মীবাহিনী নিয়ে রাজপথে ছিলেন তিনি। মুলত কর্মীদের চাঙ্গা রাখতেই এমনটি করেন বলে জানিয়েছেন তার কর্মী সমর্থকরা।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেকটা ঠান্ডা ও পরিশ্রমী এই নেতা প্রায়শই মাঠে ময়দানে কর্মীদের নিয়ে কাজ করে থাকেন বলে সবাই জানে। তাই তার রয়েছে বিশাল কর্মী বাহিনী। এজন্য তিনি অন্যসব এমপি, মন্ত্রী থেকে ভিন্ন পথে হেটে মন্চে না বসে কর্মীদের সাথে এনেছেন।
সুত্রের খবর রূপগঞ্জ থেকে ৪ তলা বিশিষ্ট ৩ টি জাহাজে করে দলীয় নেতাকর্মীরা যায়। কর্মীদের সাথে পায়ে হেঁটে নিজের অবস্থানের জানান দেন মন্ত্রী। জাহাজের ভিতরে খাবারের ব্যবস্থা ছিলো, ব্যবস্থা ছিলো গানের।
দীর্ঘদিন পর জেলা আওয়ামী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উৎফুল্ল। সম্মেলন স্থল বিভিন্ন শ্লোগানে মুখোরিত করে তোলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, যুব মহিলালীগ।