আজ সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৫-১১ বছরের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম কার্যদিবসে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার শিক্ষার্থীদের বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনেটি টিকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী সুব্রত কুমার দাস, সুশান্ত কুমার দাস, মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এদিকে মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শত সাত জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল মিয়া, সহকারী শিক্ষক নার্গিস আক্তার, ফাতেমা আক্তার, নাজমুল হক, ভুলতা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামীম ভুঁইয়া। ব্রাহ্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শত শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন ইউসুফ মিলন, সহকারী শিক্ষক মোঃ গোলজার হোসেন, বিলকিছ বেগম, নুর জাহান আক্তার, রেজিয়া বেগম, ফারহানা আফরোজ, সানজিদা আহমেদসহ আরো অনেকে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস বলেন, যে সমস্ত শিক্ষার্থী আজকে অনুপস্থিত তাদেরকে ১৩ কর্মদিবসের মধ্যে টিকার আওতায় আনা হবে। এ কর্মসূচির পর একদিন উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।