আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে এলেন নায়িকা অপু – দীঘি

অনলাইন রিপোর্ট:

নারায়ণগঞ্জ ঘুরে গেলেন বাংলা চলচ্চিত্রে আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বন্দরের ‘নয়না বিউটি পার্লারে’ আসেন এই দুই অভিনেত্রী। তারা পার্লারটিতে মেকাপ নিয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশ্যুটে অংশ নেন।

অভিনেত্রী অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদীন দীঘি পার্লারটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ ফটোশ্যুট করেন। পরে ব্রাইডাল লুকে সাজ গ্রহণ করেন এবং ফটোশ্যুট করেন। দুই অভিনেত্রীকে মেকাপ করান নয়না বিউটি পার্লারের কর্ণধার ফাতেমা আক্তার শিউলি।

অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফটোশ্যুট করতে নয়না বিউটি পার্লারে মেকাপ নিয়েছি। এই পার্লারের সকলকে ভালো লেগেছে। তাদের মেকাপ সেন্স খুবই ভালো। সকলে এই পার্লারে এসে তাদের মেকাপ নিতে পারেন। অভিজ্ঞতা খুবই ভালো হবে বলে আশ্বস্ত করতে পারি।’

প্রার্থনা ফারদীন দীঘি বলেন, ‘আমি নয়না বিউটি পার্লারে শ্যুট করেছি। অপুদির সাথে ব্রাইডাল লুকের পাশাপাশি পূজার একটি লুকে আমরা ফটোশ্যুট করেছি। অপুদির সাথে অনেকদিন পরে কাজ করেছি। নয়না বিউটি পার্লারে আমাদের অনেক সুন্দর লুক দিয়েছে।