আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের গোলাকান্দাইলে মো. রাকিব হোসেন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- দেলোয়ার (৪০), সজিব মিয়া (২২) ও মো. রুবেল হোসেন (৩৮)। গত ২৩ সেপ্টেম্বর রাত পৌঁনে বারোটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি অভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব-১৫ এর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর রাতে রাকিবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।