আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে আদমজী কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার রবিউলের ছেলে ফয়সাল (১৬), একই এলাকার মো. আব্বাসের ছেলে রিফাত (১৬), হোসেনের ছেলে আবির (১৬), কুমিল্লা জেলার মকবুল হোসেনের ছেলে সিফাত (১৭)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন ধরে শক্তির মহড়া প্রদর্শন ছাড়াও চুরি-ছিনতাইয়ের মতো অপরাধও করছিল।