আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় পুলিশের ৪২ সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে দলের পক্ষ থেকে মামলার আবেদনটি করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবেদনের পর তার ওপর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে পর্যবেক্ষণ শেষে আদেশ দেবে বলে আদালতে জানায়। পরে বিকেলে ২০৩ ধারায় মামলার আবেদনটি খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

২০৩ ধারা অনুসারে, আদালত যদি বাদীর আবেদনে যুক্তি সঙ্গত কোনো কারণ নেই বলে মনে করে, তাহলে আবেদন খারিজ করে দিতে পারে।

জেলা মৎসবজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।