আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের তিনটি অবৈধ হাসপাতাল-ক্লিনিক সিলগালা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার অবৈধ বেলদী ডায়গনষ্টিক সেন্টার, ইডেন লাইফ কেয়ার হাসপাতাল ও নিউ মডেল হেলথ কেয়ার হাসপাতাল সিলগালা করা হয়েছে। গত ৩০ আগষ্ট মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে। একই সময় রূপগঞ্জ গ্রামের মায়ের ছায়া জেনারেল হাসপাতাল ও দাউদপুরের বেলদী এলাকার হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারকে সতর্ক ও লাইসেন্স নবায়নের জন্য আগামী সাত দিন সময় দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল আহমেদ, মেডিকেল অফিসার মশিউর রহমান, কর্মকর্তা, কর্মচারী, আনসার ও পুলিশ অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস বলেন, রূপগঞ্জের সকল অনিবন্ধিত ও অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।