নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে গতকাল ২৭ আগষ্ট শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এম এ মোমেন ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি মোঃ মশিউর রহমান তারেকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, সমাধিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল । মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মিজানুর রহমান। সেখানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনী নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের ও দেশের বাহিরে অবস্থানকারী হত্যাকারীদের শাস্তি দিতে হবে ।