সংবাদচর্চা রিপোর্ট:
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ , সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে রূপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ভুলতা, গাউছিয়া এলাকায় একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা -সিলেট মহাসড়কে বিক্ষোভ দেখায়। এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সহ সভাপতি হাবিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল হানাত হিরা , তারাব পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মনির, এনামুল হক ডিপটি, আবুল কালাম আজাদ স্বপন, সারোয়ার হোসেন রাসেল, রাশেদ ভূইয়া, মোহাম্মদ ইকবাল, শফিকুল ইসলাম, আল আমিন, শুভ্রত সরকার, রবিউল আলম, তৌহিদুল রিপন,চান মিয়া, শফিকুল ইসলাম জাহিদ, আশিক ইকবাল,রাসেল,রফিকুল ইসলাম, আমিন রানা, তাওলাদ, পাবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের কড়া সমালোচনা করেন। নেতারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার জঙ্গিদের মদতদাতা ছিলেন। বাংলাদেশকে তারা জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিলেন। ১৭ আগস্ট সারা দেশে একযোগে ৫০০ বোমা হামলা চালায় ।