আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএনসিসিতে মেয়র পদে বিএনপির তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল

বিএনপির মেয়র পদে তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে তাবিথ আউয়াল এর নাম ঘোষণা করেন।

দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে  লড়বেন তিনি। ২০১৫ সালে অনুষ্ঠিত ওই সিটির প্রথম নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছিলেন তিনি।ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে ‘বাস’ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন তাবিথ আউয়াল।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

মেয়র পদে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন। অন্যরা হচ্ছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, ‘‘তারুণ্যের জয় হয়েছে। চেয়ারপারসন বলেছিলেন, ‘আগামী হবে তারুণ্যের যুগ।’ সেটা তিনি  রেখেছেন।’’