আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী তরুণ নিহত

দুর্ঘটনায়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী তরুণ নিহত দুর্ঘটনায়

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাখন মিয়া (২০) নামে এক প্রতিবন্ধি তরুণ নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৯ নং সেক্টর এলকায় এ দূর্ঘটনা ঘটে। মাখন উপজেলার আলমপুরা এলাকার নবী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাখন মিয়া পূর্বাচল ৯ নং সেক্টর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মাখন মিয়ার মৃত্যু হয়। এসময় মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।