আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুলতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ দিঘিরপাড় এলাকায় মঙ্গলবার ১২ জুলাই বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভুলতা ইউনিয়ন ২ ও ৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রূপসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু দাউদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাদা , খিলগাঁও জেনারেল হসপিটালের চেয়ারম্যান সাদিকুর রহমান, গোলাম আজাদ প্রিন্স, ইউপি সদস্য মহন সহঅনেকে। খেলায় ২ নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ডকে পরাজিত করেন।