আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জবাসীকে মন্ত্রী গাজীর শুভেচ্ছা

নবকুমার:

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তসীর গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ইসলাম শান্তি এবং ত্যাগের ধর্ম। রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক। এবার ঈদ সবার সুখে শান্তিতে কাটুক এবং সবার মঙ্গল বয়ে নিয়ে আসুক সেটাই কামনা করি। পাশাপাশি রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জ জেলাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আপনার সকলের। তাই রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জ বাসীর কাছে আমার অনুরোধ কোরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে আপনারা বর্জ্য অপসারণ করবেন। ডেঙ্গু থেকে মুক্ত থাকবেন। কেউ চামড়া নিয়ে সহিংসতায় জড়াবেন না।
এদিকে তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা রূপগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য সারাদেশে ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা উদযাপন হচ্ছে।